চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক রাইফেল, ১৯০ রাউন্ড গুলি ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
রোববার ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়। বিষয়টি জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীর আমান বাজার থেকে তিন জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। এময় তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক রাইফেল, ১৯০ রাউন্ড গুলি ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে। অভিযান এখনো চলছে।’
এরআগে শনিবার বিকেল থেকে চট্টগ্রাম মেট্রোপলিট্রন পুলিশ (সিএমপি) কমিশনারের আদেশে নগরীর আবাসিক হোটেলগুলোতে জঙ্গি ধরতে অভিযান চলে বলে জানান বাবুল আক্তার।