১৪ দিন পর ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান উদ্ধার

Slider জাতীয়

 

 

 

1450858331

 

 

 

 

 

‘র‌্যাব পরিচয়ে’ তুলে নেওয়ার ১৪ দিন পর  চট্টগ্রামের মিরসরাইয়ের একটি হোটেল থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুজ্জামান সোহাগকে উদ্ধার করা হয়েছে।

বাড়ি থেকে তুলে নেওয়ার ১৪ দিন পর বুধবার তাকে উদ্ধার করা হয়। এ সময় তিনি চোখ বাঁধা অবস্থায় ছিলেন।

রাজপাড়া থানার এসআই মাহবুবুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

সাইফুজ্জামানের শ্বশুর রেজাউর রহমান জানান, মিরসরাইয়ের একটি হোটেলে চোখ বাঁধা অবস্থায়  সাইফুজ্জামানকে পাওয়া গেছে।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর রাত তিনটায় র‌্যাবের পোশাকধারী ৬ থেকে ৭ জন ব্যক্তি নগরীর তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় সোহাগের বাড়িতে যায়। র‌্যাবের পোশাক পরা দেখে বাড়ির লোকজন দরজা খুলে দিলে তারা সোহাগের ঘরে প্রবেশ করে ল্যাপটপ ও মোবাইল ফোনের মেমোরি কার্ডসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চায়। সেগুলো নেওয়ার পর তারা সোহাগকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যায়।

এরপর সোহাগের বাবা ও শ্বশুর র‌্যাব-৫, রাজশাহীর সদর দফতর, বোয়ালিয়া থানা, ডিবি পুলিশ ও মতিহার থানায় খোঁজ নিলেও কোথায় তার সন্ধান পাননি। পরে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন সোহাগের বাবা।

এ ঘটনায় ১৩ ডিসেম্বর নগরীর রাজপাড়া থানায় সোহাগের বাবা আক্কাস উজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত র‌্যাব ও ডিবি পুলিশ সদস্য এবং সোহাগের সহপাঠী নাবিলাকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *