বিএনপি প্রার্থীর প্রচারণায় যাওয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে হামলা

Slider টপ নিউজ রাজনীতি

 

2015_12_22_10_57_17_M6iif3PNvNPl3ewzDEJAuLZMzL3Ur3_original

 

 

 

 

পটুয়াখালী: জেলার কলাপাড়া পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর প্রচারণার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের গাড়িতে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে ক্যামেরা কেড়ে নিয়ে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনাও ঘটে।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বিপুল হালদারের লোকজন বিএনপি সমর্থিত প্রার্থী হাজি হুমায়ুন সিকদারের কর্মী-সমর্থকদের ওপর হামলা করে বলে জানা গেছে।

আহত আলতাফ হোসেন চৌধুরী ও তার লোকজন কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি।

আহত সাংবাদিকরা হলেন- অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল২৪ডটকম ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আব্দুস ছালাম আরিফ, জনকণ্ঠ ও ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মোকলেছুর রহমান, যমুনা টিভির জাকারিয়া হৃদয়, সময় টিভির ক্যামেরা পারসন সুজন দাম। কালের কণ্ঠের ইমরান হোসেন সোহেল ও আঞ্চলিক দৈনিক ভোরের আলোর সরোজ দত্ত। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

সাংবাদিক ও স্থানীয়রা জানান, সকালের দিকে বিএনপি সমর্থিত কলাপাড়া পৌরসভার মেয়র প্রার্থী হাজি হুমায়ুন সিকদারের নির্বাচনী প্রচারণায় যান সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। এ সময় আওয়ামী লীগ প্রার্থী বিপুল হালদারের লোকজন অতর্কিতে হামলা চালিয়ে আলতাফ হোসেনের গাড়ি ভাঙচুর করেন। এতে আলতাফ হোসেনসহ কয়েকজন আহত হন।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন সাংবাদিকদের পাঁচটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *