গৃহকর্মী সুরক্ষা নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন

Slider জাতীয়

 

2015_12_21_14_35_45_iuryEZuO084gXy5J2OyE2pmo6cukF4_original

 

 

 

 

ঢাকা: গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণনীতি ২০১৫ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি জানান, গৃহকর্মীরা মাতৃত্বকালীন ছুটি পাবেন ১৬ সপ্তাহ। শ্রম আইনের আলোকে অন্যান্য ছুটি, বিশ্রাম এবং বিনোদনের ব্যবস্থা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবেন গৃহকর্তা।

গৃহকর্মী ও গৃহকর্তা আলোচনা সাপেক্ষে বেতন কাঠামো নিশ্চিত করবেন। গৃহকর্মীদের কোনো রকম ভয়-ভীতি প্রদর্শন করা এবং হয়রানি করা যাবে না। কেউ করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান, গৃহকর্মী ছেলে হোক মেয়ে হোক এ নীতিতে তাদের সুরক্ষার কথা বলা হয়েছে। ১৪ বছর বয়সী গৃহকর্মীরা হালকা কাজ আর ১৮ বছর বয়সীরা সব ধরনের কাজ করবে। শ্রমনীতি অনুযায়ী গৃহকর্মীদের জন্য একটা হেল্প লাইন চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *