মোনালিসার পেছনে কে?

জাতীয়

 

untitled-26_178675

 

বিশ্বখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা তৈলচিত্র মোনালিসার পেছনে গোপন একটি প্রতিকৃতি খুঁজে পেয়েছেন এক ফরাসী বিজ্ঞানী। আলোর প্রতিফলন প্রযুক্তি ব্যবহার করে ওই প্রতিকৃতির দেখা পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। বিজ্ঞানী প্যাস্কাল কোট জানান, তিনি ১০ বছরেরও বেশি সময় ধরে এই তৈলচিত্রটি নিয়ে গবেষণা করেছেন। তার মতে, মোনালিসার ছবিটির নিচে আগে আঁকা অন্য একটি প্রতিকৃতি রয়েছে। গবেষণা চালানোর জন্য ‘লেয়ার অ্যামপ্লিফিকেশন মেথড’ নামে একটি প্রযুক্তিও আবিষ্কার করেছেন লুমিয়া টেকনোলজির সহপ্রতিষ্ঠাতা কোট। ছবিটির ওপর ধারাবাহিকভাবে তীক্ষষ্ট আলো ফেলে একটি ক্যামেরার মাধ্যমে প্রতিফলিত আলোর পরিমাপ করা হয়। কোটের এই দাবি লিওনার্দো বিশেষজ্ঞদের মধ্যেও মতভেদ তৈরি করেছে। মোনালিসার তৈলচিত্রটি ১৫০৩ থেকে ১৫১৭ সময়কালে আঁকা হয়েছে বলে মনে করা হয়। মোনালিসার পরিচয় নিয়ে নানা রকম মিথ প্রচলিত। অনেকেরই ধারণা, এই ছবিটি আসলে ফ্লোরেন্সের এক সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা গেরারদিনির। বিজ্ঞানী কোট বলেন, ‘এই গবেষণার ফলাফল অনেক প্রচলিত মিথকেই ভেঙে দিতে পারে। আমি লিসা গেরারদিনির ছবিটি পুনঃনির্মাণ করেছি। ছবির মানুষটি বর্তমানের মোনালিসার চেয়ে পুরোপুরি আলাদা একজন।’ এই গবেষণা চালানোর জন্য ২০০৪ সালে বিজ্ঞানী কোটকে লুভর মিউজিয়ামে প্রবেশাধিকার দেয় প্যারিসের মিউজিয়াম কর্তৃপক্ষ। তবে মিউজিয়াম কর্তৃপক্ষ এ গবেষণার ফল প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। খবর :বিবিসি, দ্য ইনডিপেন্ডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *