জাপানি ও ইতালির দুই নাগরিককে হত্যা করার পর এবার চট্টগ্রামে দুই ভারতীয়কে কুপিয়ে রক্তাক্ত করা হলো। এসময় তাদের কাছে থেকে বেশ কিছু টাকা, ভারতীয় রূপি ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ভারতের পাঞ্জাবের ৪০ জন পুণ্যার্থীর একটি দল বাংলাদেশ সফরে আসার পর গতকাল সোমবার রাতে ঐ দলেরই দুই জনকে কুপিয়ে জখম করা হয়।
আহতরা হলেন- যোগীন্দ্র সিনহা ও অমরজিৎ সিনহা। দৃর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যোগীন্দ্র সিনহার বাম হাতসহ শরীরের বিভিন্ন অংশ ও অমরজিৎ সিনহার ডান পাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে যায়।
তারা বিভিন্ন মন্দির-উপাসনালয় দর্শন করার জন্য বংলাদেশে আসেন সম্প্রতি। এ ব্যাপার সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে।
চট্টগ্রামের মীরেরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মুকিবুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সীতাকুন্ড এলাকার পন্থিশীলা নামক স্থানে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।
জানা যায়, সীতাকুণ্ডের শিব মন্দির দর্শন শেষে সোমবার রাত সাড়ে ১১টার দিকে তারা ঢাকায় ফিরছিলেন।পথে দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে।পরে গাড়ির যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় আহতরা বাধা দেয়ার চেষ্টা করলে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।