ল্যাবএইড থেকে বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ জব্দ

Slider জাতীয়

 

1449461822

 

 

 

 

রাজধানীর অভিজাত ল্যাবএইড হাসপাতালের ধানমণ্ডি শাখায় অভিযান চালিয়েছে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ জব্দ করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে ১০ লাখ টাকা জরিমানা করে।

রবিাবর রাতে র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

প্রায় চার ঘণ্টা অভিযানের পর ম্যাজিস্ট্রেট ফিরোজ  আহমেদ বলেন, অভিযানে অনুমোদনহীন ২৬ ধরনের ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকার বেশি।

এছাড়া রোগীদের ভেজাল ওষুধ সরবরাহের দায়ে ওইখানকার এক চিকিৎসকের সহকারীকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক আলী হোসেন ল্যাবএইডে রোগী দেখেন। তার সহকারী নজরুল ইসলাম দুটি ওষুধ মিশিয়ে নতুন এক ধরনের ওষুধ বানিয়ে তা রোগীদের কাছে বিক্রি করেন।

প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতে এটা করেন বলে তিনি স্বীকার করেছেন। এজন্য তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার টাকা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *