স্ত্রীকে ধর্ষণ করা শাস্তিযোগ্য-মানতে রাজি মোদী সরকার    

Slider জাতীয়

104575_B-1

স্ত্রীকে ধর্ষণ শাস্তিযোগ্য অপরাধের আওতায় আনতে আপত্তি নেই  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের! এ বিষয়ে ভারত সরকার এখন আইন কমিশনের রিপোর্টের প্রতীক্ষায়।
ভারতের সংসদে শুক্রবার এ নিয়ে বিতর্কের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বলেন, বিষয়টি জটিল। দাম্পত্যের ব্যক্তিগত পরিসরে সম্মতি-অসম্মতির প্রমাণ পাওয়া যায় না। বিষয়টি সংসদীয় কমিটি এবং আইন কমিশন পর্যালোচনা করেছে। কমিশনের রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন তখন বলেন, যদি কেন্দ্র মনেই করে স্বামী ধর্ষণ করলে তা ফৌজদারি অপরাধ, তাহলে কমিশনের রিপোর্টের জন্য অপেক্ষা কীসের? কিরণ জানান, ২০১০ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আইন কমিশনকে বিষয়টি পর্যালোচনা করতে বলেছিলেন। বর্তমান সরকারও এ বিষয়ে কমিশনের মত চেয়েছে।
ভারতীয় দণ্ডবিধি সংশোধন করে বৈবাহিক ধর্ষণকে শাস্তিযোগ্য অপরাধের আওতায় আনতে গতবছর সংসদে ‘প্রাইভেট মেম্বার বিল’ এনেছিলেন কংগ্রেস সাংসদ অবিনাশ পাণ্ডে। ওই সাংসদকে বিলটি প্রত্যাহার করতে অনুরোধ করেন কিরণ। বলেন, এই বিলে আমরা সহমত। তবে খাপছাড়াভাবে উদ্যোগী হয়ে লাভ নেই। আমার বিশ্বাস, কমিশনও সংসদের মনোভাবের সঙ্গে সহমত।
প্রসঙ্গত, মোদী সরকারেরই প্রতিমন্ত্রী হরিভাই পারথিভাই চৌধুরী গত এপ্রিলে সংসদে দাবি করেছিলেন, ভারতীয় সংস্কৃতিতে স্ত্রীকে ধর্ষণ বলে কিছু হয় না। যার ফলে, আজ কিরণের মন্তব্যের পরেও মহিলা অধিকারকর্মীদের একাংশ প্রশ্ন তুলেছেন, সরকার ‘চাইলে’ও কি শেষ পর্যন্ত দাম্পত্যে ধর্ষণকে আইনত অপরাধ বলে স্বীকৃতি দিতে পারবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *