জামায়াতের নিবন্ধন বাতিল হচ্ছে

জাতীয়

 

inde

 

 

 

 

জামালপুর: জামায়াতকে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে জামালপুরের কামালপুর  মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভাত খাবেন বাংলার আর গান গাইবেন পাকিস্তানের, সেটা হতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধার সন্তানরা বিএনপি করে এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা করা প্রসঙ্গে তিনি বলেন, এটা যাচাই-বাছাই করা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে এ সমস্যার সমধান হবে।

মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক চিশতি (বাবুল চিশতি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

নৌ মন্ত্রী তার বক্তব্যে বলেন, বিএনপি বিষাক্ত সাপ। সুযোগ পেলেই তারা ছোবল দেবে। তাই তাদের লেজে নয় মাথায় আঘাত করতে হবে।

মীর্জা আজম বলেন, জিয়া আইএসআইয়ের চর ছিলেন। তাকে মুক্তিযুদ্ধকালীন ২ বার বরখাস্ত করা হয়েছিল।

এছাড়াও জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার নিজাম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস পারভীন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় উপস্থিত ছিলেন।

১৯৭১ সালে ৪ ডিসেম্বর কামালপুর পাক হানাদারমুক্ত হয়। ওইদিন ১৬২ জন পাকিস্তানি সেনা যৌথবাহিনীর কাছে আত্মসর্মপণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *