আইডিবি প্রেসিডেন্টের সঙ্গে খালেদা-তারেক রহমানের বৈঠক

জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

khaleda with idb
আমিন মোহাম্মদ
সৌদি আরব ব্যুরোচীফ
মক্কাঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গে বৈঠক করেছেন ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমেদ মোহাম্মদ আলী আল মাদানি।

বুধবার বিকেলে মক্কা আশাফা প্যালেসে খালেদা জিয়ার স্যুটে এসে এ বৈঠক করেন আইডিবি প্রেসিডেন্ট ।

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান গ্রামবাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান মুঠোফোনে গ্রামবাংলানিউজকে বলেন, বুধবার বিকেলে  মক্কায় রয়েল প্যালেসে মেডাম জিয়ার সঙ্গে এক ঘন্টা বৈঠক করেন আইডিবি প্রেসিন্ডেন্ট।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও সেখানে উপস্থিত ছিলেন। এসময় খালেদা জিয়াকে সহযোগিতা করেন তার সৌদি আরবের বিশেষদূত এনামুল হক।

মারুফ কামাল খান বলেন,  অত্যান্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত  বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশে আইডিবি পরিচালিত বিভিন্ন প্রকল্পস, জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন, আর্থ সামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন খাতে নতুন প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার প্রশংসা করেন খালেদা জিয়া এবং  আগামী দিনে তা আরও বৃদ্ধির জন্য আইডিবির প্রেসিডেন্টকে অনুরোধ জানান তিনি।

ওআইসি গঠনে জিয়াউর রহমানের ভুমিকার প্রশংসা করেন আইডিবি প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ আলী আল মাদানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *