পার্বত্য শান্তিচুক্তির দেড়যুগ পূর্তিতে শান্তিচুক্তির রূপকার সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর নিজ এলাকায় শোভাযাত্রা ও আলোচনা সভা

Slider বরিশাল

Photo- Agailjhara 02-12-15  (2)

 

 

 

 

 

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
দীর্ঘ দু’দশকের বেশী সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অশান্ত পার্বত্যাঞ্চলে শান্তির সুবাতাস ছড়ানোর দেড়যুগ পূর্তি উপলক্ষে শান্তিচুক্তির রূপকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নিজ এলাকা বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১১টায় উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ নেতা মজিবর সেরনিয়াবাতের সভাপতিেেত্ব আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, আওয়ামীলীগ নেতা যতীন্দ্র নাথ মিস্ত্রী, নুরুল হক মোল্লা, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান আজাদ, সহ-সভাপতি লিটন সেরনিয়াবাত প্রমুখ নেতৃবৃন্দ।
আলাচনা সভায় আলোচকরা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আ’লীগ সরকারের সাবেক চীফ হুইপ ও বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে দীর্ঘ দুই দশকের বেশী সময় চলা অশান্ত পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তির জন্য চুক্তি করা হয়। যা আন্তর্জাতিক পর্যায়েও বহুল প্রশংসিত হয়। ওই শান্তি চুক্তির সুবাতাস আজ দেশের সর্বত্র বইছে। চুক্তির ফলে পার্বত্য অঞ্চলের জনগন এখন সশস্ত্র সংগ্রাম ছেড়ে প্রকাশ্য রাজনীতি করতে পারছে। দেশের সার্বিক উন্নয়নের সাথে একত্রিত হয়েছে অশান্ত পার্বত্য অঞ্চল। শান্তি চুক্তির ৭২টির মধ্যে ৮৪টি পুর্ন বাস্তবায়ন হয়েছে। চুক্তির বাকিগুলোও এ সরকারের আমলেই বাস্তবায়ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *