ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস: ২২ জুলাই মঙ্গলবার ঘুষের দাবীতে সাবরেজিষ্ট্রার কর্তৃক দলিল রেজিষ্ট্রি না করাকে কেন্দ্র করে সাবরেজিষ্ট্রার লাঞ্ছিত হওয়ায় কথিত নকল নবিশ ফারুক বাদী হয়ে শ্রীপুর উপজেলা দলিল লেখক ও ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক শাজাহান মন্ডলকে আসামী করে থানায় মামলা করায় পুলিশ নকল নবিশ ফারুককে উল্টো খোঁজে বেড়াচ্ছে।
সাবরেজিষ্ট্রার মুক্তিযোদ্ধা জামিনুল হক জানান, ফারুক শ্রীপুর সাবরেজিষ্ট্রি অফিসের কোন কর্মকর্তা, কর্মচারী কিংবা নকল নবিশ নহে। সে নিজে একজন মাদকসেবী, কথিত মাদক ব্যবসায়ী ও জমির দালাল। নিজেকে মিথ্যা নকল নবিশ ঘোষনা দিয়ে মামলা করায় পুলিশ তাকে খোঁজে বেড়াচ্ছে।
এদিকে সাবরেজিষ্ট্রারের সাথে অসদাচারন ও হত্যার হুমকি দেওয়ায় দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শাজাহান মন্ডলকে জেলা রেজিষ্ট্রার সাময়িক বরখাস্ত করে আগামী ১০ দিনের মধ্যে তাকে কারণ দর্শানোর জন্য লিখিত আদেশ দিয়েছেন। শাজাহান মন্ডল জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। শ্রীপুর থানা পুলিশ জানান, ফারুককে ধরার জন্য তিন দফা শ্রীপুর সাবরেজিষ্ট্রি অফিস এলাকায় পুলিশ অভিযান চালালেও তাকে ধরতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেখক ও নকল নবিশ জানান, প্রাক্তন রেজিষ্ট্রার ইয়াহিয়া নকল নবিশ ফারুকের অসদাচারন, দূর্নীতি ও ঘুষ গ্রহনে সহায়তা করার জন্য তাকে প্রায় দু’বছর পূর্বে নকল নবিশ পদ থেকে বরখাস্ত করেন। এক সময়ের হত দরিদ্র ফারুক বর্তমানে শ্রীপুর, মাওনা, মাস্টারবাড়ি, জয়দেবপুর, ঢাকার উত্তরা সহ বিভিন্ন স্থানে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের বাড়ি ও সম্পত্তির মালিক।