যাকাতের কাপড় নিতে গিয়ে মানিকগঞ্জে দুই নারী নিহত

Slider গ্রাম বাংলা টপ নিউজ ঢাকা

10167950_1477126812428187_4242576705385030915_n

গ্রাম বাংলা ডেস্ক: মানিকগঞ্জ শহরের গার্লস স্কুল রোডে যাকাতের কাপড় নেয়ার সময় ভীড়ের চাপে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো আট নারীকে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার বারইল গ্রামের আইনুদ্দিনের স্ত্রী জামেলা খাতুন (৫৫) ও পৌর এলাকার নয়াকান্দি গ্রামের আকবর আলীর স্ত্রী হাসনা বেগম (৫০)। এ ঘটনায় অসুস্থ হয়েছেন কমপক্ষে আটজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গার্লস স্কুল রোডে সৈয়দ মাহবুব মোর্শেদ হাসান রুনুর বাসায় সকালে যাকাতের কাপড় বিতরণ করা হবে মর্মে খবর ছড়িয়ে পড়লে ভোররাত থেকেই হাজার হাজার মানুষ ভীড় জমায়।
সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, খেলার মাঠ, বিপনী বিতানের নিচতলা, খোলা মাঠসহ পুরো শহরে যাকাতের কাপড়প্রার্থীরা ভীড় করেন। সারারাত তারা অপেক্ষা করে বসে থাকেন কাপড়ের আশায়।
ভোর সাড়ে ৪টার দিকে বাসার গেট খুলে দিলে ভিতরে প্রবেশের সময় ভীড়ের চাপে ও প্রচণ্ড গরমে ১০ নারী অসুস্থ হয়ে পড়েন।
পরে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে দুইজনের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মত এ বছরও বসুন্ধরা গ্রুপের যাকাতের কাপড় নিতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। কাপড় দেয়া শুরু করার আগেই ভিড়ের চাপে এবং প্রচণ্ড গরমে বেশ কিছু নারী অসুস্থ হয়ে পড়েন।
পরে হাসপাতালে নেয়ার পর ওই দুইজনের মৃত্যু হয়। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রায় ১০ হাজার লোকের মাঝে এই কাপড় বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *