পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে সোমবার থেকে অভিযানে

Slider অর্থ ও বাণিজ্য

1448781996

 

 

 

 

ধান, চাল গম, ভুট্টা, সার ও চিনিতে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন-২০১০ নিশ্চিত করতে সোমবার দেশব্যাপী সাঁড়াশি অভিযানে মাঠে নামছে আইনশৃংখলা বাহিনী।

আজ রবিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন বস্ত্র ও পাটপ্রতিমন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে পাট শিল্পের পুনরুজ্জীবন ও আধুনীকায়নের ধারা বেগবান করার ঘোষণা রয়েছে।

দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃস্টির সাথে মানানসই বাংলাদেশের গর্ব সোনালী আশঁ বা সোনালী পাটের বহুমুখী পন্য বাজারে বিদ্যমান, যা গুণে ও মানে বিশ্বমানের।

তিনি বলেন, সব ধরনের মালামাল বহনে পাটের ব্যবহার নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে এক কেজি ও দুই কেজি ব্যাগ প্রস্তুত করতে যাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের কাছে দুই মাসের জন্য ৬০ কোটি ব্যাগ মজুদ রয়েছে। কোন সমস্যায় পড়তে হবে না।৪৫টি পাট কল চালু রয়েছে।

মির্জা আজম বলেন, পন্যের সরবরাহ ও বিতরণে কৃত্রিম মোড়কের ব্যবহারজনিত কারণে সৃষ্ট পরিবেশ দুষণ রোধকল্পে বাধ্যতামুলক ভাবে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *