রিজভী-আমানসহ বিএনপির ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে শুনানি ১৪ ফেব্রুয়ারি

Slider রাজনীতি

 

 

1448518836

 

 

 

 

পল্টন থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও আমান উল্লাহ আমানসহ দলটির ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন ধার্য ছিল।

কিন্তু রুহুল কবির রিজভী কারাগারে এবং আমান উল্লাহ আমান চিকিৎসার জন্য বিদেশ থাকায় আদালতে হাজির হতে না পারায় তাদের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ আবেদন মঞ্জুর করে এ তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১২ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন মামলাটি করেন।

২০১৪ সালের ২৩ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমান উল্লাহ আমানসহ ১৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *