তুলসীর ৫ গুণ

লাইফস্টাইল
tulsi_175335
তুলসী গাছ বা তুলসী পাতার ঔষধি গুণাগুণের কথা কমবেশি সবারই জানা। প্রতিদিন দু-চারটে তুলসী পাতা আপনাকে সুস্থ থাকতে অনেকভাবে সাহায্য করতে পারে।
চলুন চট করে জেনে নেওয়া যাক তুলসীর পাঁচটি গুণাগুণ—
# বাড়ির কারও জ্বর হয়েছে। হাতের কাছে ওষুধ নেই। খুব চিন্তা না করে তাকে একটু তুলসী পাতার রস খাইয়ে দিন। জ্বর কমে যাবে সঙ্গে সঙ্গে।
# শহরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তুলসী পাতার রস ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে কাজ করে।
# দাদ, হাজা এবং অনেক রকমের ত্বকের রোগ সারাতেও তুলসী পাতার জুড়ি নেই।
# পেট খারাপের সমস্যায় তুলসী পাতার রস খুবই উপকারী। সকালে খালি পেটে তুলসী পাতার রস খেলে পেটের রোগ থাকবে না।
# তুলসী পাতার রস ডায়াবেটিসের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলে। তাই নিয়ম করে খেতে পারেন তুলসী পাতার রস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *