দেশের পথে খালেদা জিয়া

Slider ফুলজান বিবির বাংলা রাজনীতি

1447915924

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার লন্ডন সময় রাত ১০ টায় এমিরাটেস এয়ারলাইনের ইকে-০০৬ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেছেন। এসময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান। স্থাানীয় সময় সকাল ৮:৪৫ মিনিটে দুবাই পৌছে সেখানে ১ ঘণ্টা ৪৫ মিনিট যাত্রা বিরতি শেষে সকাল ১০: ৩০ মিনিটে দুবাই থেকে ইকে- ৫৮৬ ফ্লাইট যোগে ঢাকার উদ্দেশে ফের রওয়ানা দেবেন খালেদা জিয়া। শনিবার বিকাল ৪:৫৫ মিনিটের দিকে তিনি ঢাকা পৌঁছাবেন বলে জানা গেছে। লন্ডনে একটি নিভর্রযোগ্য সূত্র মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করে। চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে গত ১৬ই সেপ্টেম্বর লন্ডনে আসেন বেগম খালেদা জিয়া। সেসময় বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে মাকে স্বাগত জানান পুত্র তারেক রহমান। বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে ওঠেন কিংস্টোন এলাকার একটি ভাড়া বাসায়। সেখানেই দীর্ঘ দুই মাস ধরে পুত্র তারেক রহমান, দুই পুত্র বধু ডা. জোবায়দা রহমান ও শর্মিলা আহমেদ, নাতনি জাইমা রহমান, জাফিয়া রহমান, জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পারিবারিক আবহে সময় কাটান খালেদা। দীর্ঘ দুই মাস অবস্থানকালে খালেদা জিয়া তার এক চোখের ছানি অপারেশন এবং হাঁটুর চিকিৎসা হয়েছে। লন্ডনে আসার এক সপ্তাহের মাথায় খালেদা জিয়া গত ২৪ সেপ্টেম্বর যুক্তরাজ্যপ্রবাসীদের সঙ্গে একটি ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হাজির হন। এরপর ১লা নভেম্বর যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি নাগরিক সভায় বক্তব্য দেন তিনি। এ ছাড়া খালেদা জিয়া অন্য কোন আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *