অবস্থার পরিবর্তন হলে উন্মুক্ত হবে ফেসবুক-ভাইবার

Radio অর্থ ও বাণিজ্য

 

1447484341

 

 

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জাতীয় সংসদকে জানিয়েছেন,নিরাপত্তার কারণে ফেসবুক ও ইন্টারনেটের কিছু অপশন বন্ধ রাখা হয়েছে । তিনি বলেন, এটি সাময়িক ব্যবস্থা। এ পরিস্থিতির পরিবর্তন হলেই এগুলো উন্মুক্ত করে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর-পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া বন্ধ করে রাখার বিষয়ে ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে যে ধরনের ঘটনা ঘটছে, বাংলাদেশেও তার দুই-একটি ছিটাফোঁটা ঘটছে। সেজন্য সাময়িক ব্যবস্থা হিসেবে এটি নেওয়া হয়েছে। পৃথিবীর সব দেশেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আমাদের এখানে তার ব্যতিক্রম নয়। তবে এটি অত্যন্ত সাময়িক ব্যবস্থা।

এর আগে পীর ফজলুর রহমান তার সম্পূরক প্রশ্নে মন্ত্রীর কাছে জানতে চান বুধবার থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে সামাজিক যোগোযোগ মাধ্যমে ফেসবুক ও ইন্টারনেটের কয়েকটি অপশন হোয়াটসঅ্যাপ, ভাইবার ইত্যাদি বন্ধ রাখা হয়েছে। এগুলো কবে খুলে দেওয়া হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *