ফখরুলসহ ৪৬ নেতাকর্মীর চার্জ শুনানি পিছিয়ে ১৭ ডিসেম্বর

Slider বাংলার আদালত

2015_09_15_16_24_20_Kg46aRK4UwCG1SHJsmxEB3WUsdWx8K_256xauto

 

 

 

 

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর চার্জ শুনানি ফের পিছিয়ে আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হক আসামিপক্ষের দাখিল করা সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী ওইদিন ধার্য করেন।

মামলাটিতে আদালতের এখতিয়ার বিষয়ে ‍সুপ্রীমকোর্টের আপিল বিভাগে একটি আবেদন শুনানির অপেক্ষায় থাকায় এবং জেলহাজত থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির না করায় এদিন আসামিপক্ষে সময়ের আবেদন করা হয়।

আসামিপক্ষে সময়ের আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা।

উল্লেখ্য, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ৩৬ নেতাকর্মীকে আসামি করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল মজুমদার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

গত বছরের ২৫ মে ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক নূরুল আমীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, স্থায়ী কমিটির সদস্য আ হ ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *