জিয়া-খালেদা-তারেক ৩টি ফুল

Slider রাজনীতি

 

2015_10_03_19_37_39_RVgaO0A1eXxpWMBy870n5ZzvpQjUSa_original

 

 

 

 

ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ফুল, বেগম খালেদা জিয়া আরেকটি ফুল এবং তারেক রহমান অপর একটি ফুল। এ তিন ফুলের সমন্বয়ে একটি মালা তৈরি করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তাই আমাদের বিজয় সুনিশ্চিত।’

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘মওলানা ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নোমান বলেন, ‘মুক্তিযুদ্ধের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। আর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড করছে।’

তিনি আরো বলেন, ‘যতবেশি নির্যাতন ও নিপীড়ন হবে, ততবেশি জনগণের মনে ক্ষোভের জন্ম নিবে। আর ঠিক তখনই চারদিকে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠবে। এটা শুধু সময়ে ব্যাপার।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন- ‘নতুন সূর্য, নতুন বার্তা বহন করে খুব শিগগিরই খালেদা জিয়া দেশে ফিরবেন। তাকে দেশে আসতেই হবে। খুব অল্প সময়ের মধ্যেই রাজনীতির নতুন বার্তা নিয়ে বেগম জিয়া দেশে ফিরবেন। আর এ কথা সরকারি দলের নেতাকর্মীরা ভালো করেই জানেন।’

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার মধ্যেই আতঙ্ক ও সন্দেহ বিরাজ করছে। কারণ, দেশের অবস্থা ভালো নয়। আর তাই সবাই পালিয়ে যেতে চায়। এ আতঙ্কের কারণে সবাই সন্ধ্যার আগেই ঘরে চলে যায়।’

তিনি অভিযোগ করেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে এড়িয়ে যাওয়া এবং তাদের ছোট করাই হচ্ছে বর্তমান সরকারের একমাত্র কাজ। অথচ মওলানা ভাসানীই আওয়ামী লীগকে জন্ম দিয়েছেন।’

আগামী বছর থেকে মওলানা ভাসানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী সরকারের উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান তিনি।

সরকারকে উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, ‘মওলানা ভাসানীকে শ্রদ্ধা করলে আপনারা ছোট হবেন না।’

নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘মওলানা ভাসানীর আর্দশ হচ্ছে, যেখানে অন্যায় সেখানেই বিদ্রোহ। তাই আমরা যদি ভাসানীর আর্দশ বহন করে থাকি, তাহলে আমাদের এ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতেই হবে।’

আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *