২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Slider জাতীয়

2015_07_06_04_18_24_tZEjDmZdnjJCQt3kc40WIDFLRp4kWT_original

 

 

 

 

লালমনিরহাট: লালমনিরহাট সীমান্ত থেকে আব্দুল মজিদ (৪০) ও বকুল মিয়া (৩৭) নামে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।

রোববার রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবের ইউনিয়নের নাজির গোমনী সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

আব্দুল মজিদ পাটগ্রাম পৌরসভার মোহাম্মদপুর এলাকার আনছার আলীর ছেলে ও বকুল মিয়া জোংড়া এলাকার ধলু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, পাটগ্রাম উপজেলার নাজিরগোমনী সীমান্তের ৮৬৯ নম্বর মেইন পিলারে কাছে দুই বাংলাদেশি গরু আনতে গেলে ভারতীয় ৩৫ নং ব্যাটালিয়নের ডাকাতপাড়া ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের ধরে ক্যাম্পে নিয়ে যায়। তারা দু’জনে ভারত থেকে গরু আনা-নেয়া করতেন।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আহ্বাবান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *