সব রেকর্ড ভেঙে দিলো ‘প্রেম রতন ধন পায়ো’

বিনোদন ও মিডিয়া

bg_PRDP_834102456

 

 

 

 

প্রথম দিনেই ধন-দৌলতের দিক দিয়ে রেকর্ড গড়েছে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’। বক্স অফিস ইন্ডিয়ার হিসাব অনুযায়ী, দিওয়ালি উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) মুক্তি পাওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় ৪০ কোটি রুপি পকেটে ভরেছে এটি। বলিউডের ইতিহাসে এই অঙ্ক প্রথম দিনে কোনো ছবির সর্বোচ্চ আয়ের রেকর্ড। দিওয়ালির বাজির সঙ্গে পুরোপুরি মিশে গেলো এই মারাকাটারি ব্যবসা।

এর মধ্য দিয়ে ভেঙে গেছে গত বছর দিওয়ালিতে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’-এর প্রথম দিনে গড়া আয়ের রেকর্ড। জানা গেছে, এ ছবির চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে ‘প্রেম রতন ধন পায়ো’র টিকিট। ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি।

শুধু প্রথম দিন নয়, একদিনের হিসাবে আরও দুটি ব্লকবাস্টার ছবিকে পেছনে ফেলেছে ‘প্রেম রতন ধন পায়ো’। এর আগে একদিনের সর্বোচ্চ আয়ের রেকর্ড (সাড়ে ৩৮ কোটি রুপি) ছিলো সালমানের আরেক ছবি ‘বজরঙ্গি ভাইজান’ ও আমির খানের ‘পিকে’র দখলে।

বিশ্লেষকরা আগেই ধারণা করেছিলেন, আমিরের ‘ধুম থ্রি’র রেকর্ড ভেঙে গড়া ‘হ্যাপি নিউ ইয়ার’-এর রেকর্ড ভেঙে দেবে ‘প্রেম রতন ধন পায়ো’। ছবিটিতে সালমানের নায়িকা সোনম কাপুরও ভবিষ্যদ্বাণী করেছিলেন, আয়ে রেকর্ড গড়বে এটি। হলোও তা-ই। প্রথম সপ্তাহে এর আয় ১১০-১২০ কোটি রুপি ছাড়াবে বলে আশা করা হচ্ছে।

‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সালমানকে দেখা যাচ্ছে দ্বৈত চরিত্রে। এর মাধ্যমে ১৬ বছর পর সুরজ বরজাতিয়ার পরিচালনায় অভিনয় করলেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। সুরজ বলেছেন, ‘কাজ শেষ হওয়ার পর কতো খরচ হলো দেখলাম। অঙ্কটা দেখে বুঝলাম এটা অনেক ব্যয়বহুল ছবি। যদি এটি ব্যবসা করতে পারে তাহলে ব্যয়টা গায়ে লাগবে না।’ আয়ের ফুলঝুরি হতে থাকায় তিনি নিশ্চয়ই এখন নাকে তেল দিয়ে ঘুমাতে পারছেন!

চলতি বছর ‘বজরঙ্গি ভাইজান’-এর পর মুক্তি পাওয়া ‘প্রেম রতন ধন পায়ো’ হলো সালমানের দ্বিতীয় ছবি। এতে আরও অভিনয় করেছেন নীল নিতিন মুকেশ, সারা ভাস্কর, অনুপম খের, আরমান কোহলি প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশামিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *