আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দলের বিরোধীপক্ষ দমনে ব্যস্ত থাকায় সাম্প্রতিক হত্যাকাণ্ড ঘটছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।
তিনি বলেন, ‘এ কারণে দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। দায়িত্বরত পুলিশও নিরাপদ নয়।’
বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতার করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইবরাহিম বীরপ্রতীক।
হান্নান শাহ বলেন, ‘বিদেশি নাগরিক হত্যার ২৪ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী বললেন, হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত। অথচ তদন্ত কর্মকর্তারা কোনো ক্লু পাননি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখনও রক্ষীবাহিনীর ধারণা ভুলে যায়নি। আশঙ্কা হচ্ছে, সরকার আবারও রক্ষীবাহিনী গঠন করে কি-না। প্রতিদিন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সন্ত্রাস করছে।’