নির্বাচন ক্রুটিপূর্ণ একথা মানি না : ইনু

Slider জাতীয় টপ নিউজ রাজনীতি সারাদেশ

55550_enu
গ্রাম বাংলা ডেস্ক: বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন ছিল সংবিধান সম্মত ও আইন সম্মত। নির্বাচনে কেউ না আসলে নির্বাচন ক্রুটি পূর্ণ হয় এই কথাটা আমরা মানি না। ইনু বলেন, আপনারা নির্বাচনের পরামর্শ দেয়ার আগে, বেগম খালেদা জিয়াকে জামায়াত, হেফাজত ত্যাগের পরামর্শ দেবেন। সেটাই হবে মঙ্গলজনক। আপনারা যদি বেগম জিয়াকে এ গুলো ত্যাগের পরামর্শ না দিতে পারেন, তবে বাংলাদেশের গণতন্ত্র ও সাংবিধানিক প্রক্রিয়া আমরাই রক্ষা করবো। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা দরকার নেই। শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে সরকার মির্জা ফখরুলের এমন অভিযোগে তথ্যমন্ত্রী বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা চলন্ত বাসে পেট্রোল ঢেলে দেয়া, চলন্ত ট্রেনের ঘুমন্ত যাত্রীকে মেরে ফেলায় জড়িত। যারা আন্দোলনের নামে, সন্ত্রাস, দলবাজী, জঙ্গীবাদীর সাথে জড়িত তাদের বিরুদ্ধেই অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।
তথ্যমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, নির্বাচন নিয়ে যারা মাথা ঘামাচ্ছেন, দুই দিন আগে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে নাশকতা, অন্তর্ঘাতের তাণ্ডব চলেছিল সেই সময় এসব কুটনীতিক ও বুদ্ধিজীবিরা কোথায় ছিলেন? বাংলাদেশে তাণ্ডব সৃষ্টিকারী জামায়াতী গুন্ডা, হেফাজতী গুন্ডা এবং তাদের পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া গণতন্ত্রের বন্ধু নন।
তথ্যমন্ত্রী দাবি করেন, পুলিশ ও র‌্যাব বাহিনী আইনানুযায়ী চলে। পুলিশ বাহিনী সকাল বিকাল মানুষ হত্যা করছে এই অপবাদ খালেদা জিয়া দিচ্ছেন। এই অপবাদের মধ্য দিয়ে তিনি পুলিশ বাহিনীর ভাবমুর্তিকে নষ্ট করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *