খালেদার নতুন ফর্মূলা শব্দবোমা : ওবায়দুল কাদের

Slider টপ নিউজ

2015_08_22_19_55_13_JPEw8L8DMe2G05tFjqxRYExdkfZkTz_original

 

 

 

 

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকার পরিবর্তনের নতুন ফর্মূলা হাতে নিয়েছেন মন্তব্য করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া শব্দবোমা নিক্ষেপ ও ঢিল ছুঁড়ে বাংলাদেশের সরকার পরিবর্তন করতে চাচ্ছেন।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘ডিআরইউর সদস্য লেখক সম্মননা ২০১৫’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে থেকে ঢিল ছুঁড়ে বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্থান বানানোর ষড়যন্ত্র বন্ধ করুন। কারণ শব্দ বোমা ও ঢিল ছুঁড়ে বাংলাদেশে সরকার পরিবর্তন সম্ভব নয়।’

রাজনৈতিকত নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘জিহ্বা দিয়ে লাগাম ছাড়া কথা বলা বন্ধ করতে হবে। কারণ এর ফলে রাজনীতির পরিস্থিতি আরো বিপর্যয়ের দিকে অগ্রসর হবে।’

দেশে হত্যা ও গুম বন্ধে সংলাপ ছাড়া বিকল্প কোনো পথ নেই- বিএনপির এই বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘সংলাপে বসার মত পরিবেশ লাগে। কিন্তু বিএনপি সেই পরিবেশ নষ্ট করেছে। আর সংলাপে বসার মত যোগ্যতাও লাগে, বিএনপির সেই যোগ্যতা নেই।’

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপে বসতে চাইলে আপনাদের আগে শক্তি, সামর্থ ও সাহস আছে কি না তা প্রমাণ করতে হবে। কারণ আন্দোলন ছাড়া বাংলাদেশে কোনো কিছু হয় না। সুতরাং আপনারা যদি ১৯৬৯ কিংবা ১৯৯০ সালের মত আন্দোলন তৈরি করতেন তাহলে সংলাপে বসার কথা ভাবতো সরকার। কিন্তু আপনারা সেই যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন।’

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ২২ জন লেখক, কবি ও সাহিত্যিককে সম্মাননা প্রদান করেন ওবায়দুল কাদের।

এসময় মন্ত্রী ডিআরইউর পক্ষ থেকে প্রতিটি লেখককে একটি করে ক্রেস্ট, সনদপত্র ও নগদ ৫ হাজার টাকা সম্মাননা প্রদান করেন।

আয়োজক সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম এমপি, ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *