অনলাইনে জানানো যাবে ঘুষের তথ্য

Slider তথ্যপ্রযুক্তি
2015_07_06_10_24_34_jtQADBo6AYHTQxhmYIVanqezsku8bX_original
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে দেশের জনগণকে সম্পৃক্ত করতে অনলাইনভিত্তিক ‘রিপোর্ট করাপশন’ নামে নতুন উদ্যোগ গ্রহণ করেছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার, ভূমি ও জলবায়ু অর্থায়নে সংঘটিত ঘুষের ঘটনা ও অভিজ্ঞতা অনলাইনে জানানোর সুযোগ পাওয়া যাবে।
সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে দুর্নীতিপ্রবণ খাত ও এর প্রবণতা চিহ্নিত করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে প্রাপ্ত তথ্যের আলোকে দুর্নীতি দমন কমিশন(দুদক)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো ও এ বিষয়ে পরবর্তীতে ফলোআপ করা হবে।
ঘুষের ঘটনা ও অভিজ্ঞতা জানানোর পদ্ধতি, নমুনা এবং এ সংক্রান্ত বিস্তারিত জানতে www.ti-bangladesh.org/rc এ ঠিকানায় ভিজিট করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *