বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল শামীমা

Slider জাতীয় নারী ও শিশু

images

 

 

 

 

 
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের সহায়তায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ৮ম শ্রেণী পড়–য়া এক কিশোরী। তবে এব্যাপারে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের শাহআলম মৃধার ৮ম শ্রেণী পড়–য়া কিশোরী কন্যা শামীমা আক্তার (১৩)-র সাথে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার রাজাপুর গ্রামের কদম মোল্লার বেকার ছেলে মিরাজ মোল্লা (২৫)-র বিয়ে ঠিক হয়। বিয়ের জন্য নির্ধারিত দিন ছিল গতকাল ৩১ অক্টোবর শনিবার। এখবর আগৈলঝাড়া থানা জানতে পেরে ভারপ্রাপ্ত ওসি এসআই হাসানুজ্জামান ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ প্রেরণ করেন। এসআই শাহজালাল সকালেই লখারমাটিয়া গিয়ে রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয়দের নিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। এসময় বরপক্ষের কোন লোকজন উপস্থিত ছিলনা বিধায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বাল্য বিয়ের হাত থেকে কিশোরী শামীমা রক্ষা পাওয়ায় এলাকার সবাই পুলিশ প্রশাসনের প্রশংসা করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *