ইউক্রেনে ২৯৫ আরোহীসহ মালয়েশিয়ান বিমান গুলি করে ভূপতিত

Slider সারাবিশ্ব

safe_image.php
গ্রাম বাংলা ডেস্ক:  ইউক্রেনে ২৯৫ জন আরোহীসহ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানকে গুলি করে করে ভূপাতিত করা হয়েছে। বিমানটির সব আরোহী নিহত হয়েছে বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে। বোয়িং ৭৭৭ বিমানটি আমস্টারডাম থেকে কুয়ালামপুর যাচ্ছিল। বিধ্বস্ত হওয়ার সময় এটি ৩৩ হাজার ফুট ওপর দিয়ে উড়ছিল।
রাশিয়ার সীমান্তের নিকটবর্তী ইউক্রেনে ভূপাতিত বিমানটিতে ২৮০ জন যাত্রী ও ১৫ জন ক্রু ছিল। রুশ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, রুশ নির্মিত বাক ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ধ্বংস করা হয়। বিমানটি রাশিয়ার আকাশসীমায় প্রবেশের ঠিক আগে দিয়ে ভূপাতিত করা হয়।
মালয়েশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটির সর্বশেষ অবস্থান ছিল ইউক্রেনের আকাশসীমায়। অজ্ঞাত পরিচয় একটি সূত্র জানিয়েছে, বিমানটি মাটিতে পড়ার পর জ্বলছিল।
বিমানটি যে স্থানে ভূপাতিত হয়েছে, সে অঞ্চলে ইউক্রেনের সরকারি বাহিনী রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাথে লড়াই করছে।
তিন মাসের মধ্যে এটি মালয়েশিয়ান এয়ারলাইন্সের বড় ধরনের বিপর্যয়। গত ৮ মার্চ বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান অদৃশ্য হয়ে যায়। এখন পর্যন্ত এর কোনো খোঁজ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *