সিরিয়া সংকট রাশিয়া-যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় ইরান

Slider সারাবিশ্ব

leader_113046828ঢাকা: সিরিয়ায় সংকট নিরসনে ইরান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চাইছে বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ। তবে চলতি সপ্তাহের শেষ দিকে ভিয়েনায় অনুষ্ঠিতব্য আলোচনায় দেশটি অংশ নেবে কি না, তা এখনও পরিষ্কার নয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের জানান, এ সপ্তাহেই ভিয়েনায় সিরিয়া সংকট ইস্যুতে আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, আরব ও ইউরোপীয় রাষ্ট্রগুলোর শীর্ষ প্রতিনিধিরা।

তবে সিরিয়ায় পশ্চিমা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ও গালফ অঞ্চলে মার্কিন মিত্ররাষ্ট্রগুলো এতোদিন এ সংক্রান্ত আলোচনায় ইরানের অংশ নেওয়ার বিরোধিতা করে এসেছে। কিন্তু এবার তাদের ভূমিকা ইতিবাচক হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জন কিরবি বলেন, আলোচনায় অংশ নেওয়া, না নেওয়া সম্পূর্ণই নির্ভর করছে ইরানের নেতাদের ওপর। আমাদের কাছে জরুরি বিষয় হলো, আলোচনায় গুরুত্বপূর্ণ অংশীদাররা অংশ নিচ্ছেন। ইরান গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে, তবে এখন নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *