প্রসূতি মৃত্যুতে শ্রীপুরে ক্লিনিক ভাঙচুর

Slider নারী ও শিশু

 

2015_10_26_08_22_58_mLXAlpLaKTuwm0p9b1DuRXYwFQC8fW_original

 

 

 

 

শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে অপারেশনের সময় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই হাসপাতালটি ভাঙচুর করেছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত প্রসূতির নাম রীমা আক্তার (৩০)। তিনি শ্রীপুর পৌর এলাকার উজিলাবো গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী।

নিহতের শ্বশুর ওসমান গণি জানায়, বৃহস্পতিবার দুপুরে রীমা আক্তারকে মাওনা চৌরাস্তার পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জন ডা. মাহমুদুর রহমান শাহীন ওই সন্ধ্যায় প্রসূতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সেখানে প্রসূতি একটি কন্যা সন্তান প্রসব করে।

এদিকে, অপারেশনের সময় তার রক্তনালী কেটে ফেলায় রোগীর প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। এ সময় ডাক্তার কাউকে না জানিয়ে দ্রুত হাসপাতাল থেকে নেমে যায়। তিন ঘণ্টা পরও রোগীকে বাইরে বের না করায় রোগীর লোকজনদের সন্দেহ হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম অতিরিক্ত অনিয়ন্ত্রিত রক্তক্ষরণের কথা বলে রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর রোববার দুপুরে ওই প্রসূতির মৃত্যু হয়।

পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের পরিচালক জহিরুল ইসলাম জানান, ক্লিনিকে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা যায়নি। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, ক্লিনিক ভাঙচুরের খবর শুনে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।2015_10_26_08_22_58_mLXAlpLaKTuwm0p9b1DuRXYwFQC8fW_original

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *