গাজীপুর: দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব),গাজীপুর জেলার আয়োজনে স্থানীয় প্রকৌশলী ভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম, প্রধান আলোচক ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. এম এ সেলিম, বিশেষ অতিথি ডা. জহিরুল ইসলাম শাকিল, প্রিন্সিপাল জোবাইদা সুলতানা। বক্তব্য রাখেন ডা. কামরুল ইসলাম, ডা. শাহজাহান সিরাজ, আইনজীবী ফোরামের আহবায়ক এড. শহিদুজ্জামান, শিক্ষক নেতা অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ, জয়নাল আবেদীন তালুকদার, ডা. এনামুল হক, ডা. খায়রুজ্জামান, সহ অধ্যাপক শরিফুল ইসলাম, এ্যাব নেতা ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ প্রমূখ।
সভাপতিত্ব করেন আহবায়ক ডা. আলী আকবর পলান, সঞ্চালনা করেন সদস্য সচিব ডা.খলিলুর রহমান।