গাজীপুর: গাজীপুরের কালিগঞ্জে ৩ লাখ টাকা চাঁদার দাবিতে অপহরণ করে লোমহর্ষ নির্যাতনের ঘটনায় সোহেল শেখ(৪০) নামে কথিত এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ১২ জনকে সনাক্ত করে থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) কালিগঞ্জ থানা পুলিশ সোহেল শেখকে গ্রেপ্তার করে।
মামলার বাদী অপহৃত মাছ ব্যবসায়ী এনামুল মোড়লের স্ত্রী নুরজাহান বেগম। মামলায় গ্রেপ্তার সোহেল শেখকে প্রধান আসামী করে ১২ জনকে সনাক্ত ও বেশ কয়েকজনকে অজ্ঞাত নামা আসামী করা হয়েছে।
গ্রেপ্তার সোহেল জামালপুর ইউনিয়নের বাগদি গ্রামের করিম শেখের ছেলে ও স্থানীয়ভাবে যুবদলের নেতা হিসেবে পরিচিত।
ঘটনার বিবরণে প্রকাশ, গাজীপুর জেলার কালিগঞ্জে ৩ লাখ টাকা চাঁদার দাবিতে ৯ মার্চ জামালপুর ইউনিয়নের দালান বাজার মাছের আড়ৎ থেকে এনামুল মোড়ল নামে এক মাছ ব্যবসায়ীকে অপহরণ হয়। চাঁদার ৩ লাখের মধ্যে ৩০ হাজার টাকা দেয়ায় বাকী টাকার জন্য তাকে লোমহর্ষক নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কালিগঞ্জের জামালপুর ইউনিয়নের, দালান বাজারের মাছ ব্যবসায়ী এনামুল মোড়লের কাছে স্থানীয় একটি চাঁদাবাজ চক্র ৩ লাখ টাকা চাঁদাদাবী করে। এনামুল ৩০ হাজার টাকা দেয়ায় চাঁদাবাজরা উত্তেজিত হয়ে রবিবার সকালে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অমানবিকভাবে মারধর করে। মারধরের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ বিকেলে ভিকটিমকে উদ্ধার করে কালিগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় কথিত যুবদল কর্মী সোহেল শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ সরকার তার নিজের ফেসবুকে সোহেল শেখ যুবদল বা বিএনপির কোন কর্মী নয় বলে দাবী করে যে কোন অপরাধের বিরুদ্ধে দলের অবস্থান স্পষ্ট করেছেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভিকটিমের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলার ভিত্তিতে প্রধান আসামী সোহেল শেখ কে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।