‘স্থানীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে’

Slider বাংলার মুখোমুখি

98220_emajuddin

দলীয় প্রতীকে ও মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করলেও বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমদ। বলেছেন, সরকারকে ফাঁকা মাঠে গোল দিতে দেয়া হবে না। সঠিক ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৭০ শতাংশ ভোট পেয়ে বিজয় অর্জন করবে। আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠন আয়োজিত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এমাজউদ্দিন আহমেদ বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও যদি জোর করে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয় তবে এর প্রতিক্রিয়া এবার শুধু দেশে নয় বিদেশেও ছড়িয়ে পড়বে। যা সামলানোর ক্ষমতা এ সরকারের থাকবে না। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার অর্থই হলো, অত্যন্ত চালাকি ও দ্রুততার সঙ্গে কিভাবে জোর করে ভোট ছিনিয়ে নেয়া যায় তার অপকৌশল। এমাজউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ, নাৎসীবাদ এগুলো সাময়িক। এরা কখনই স্থায়ী হতে পারে না। গুম, খুন, অপহরণ করে সরকার যে পাপ করেছে, এই পাপের প্রায়শ্চিত আজ হোক বা কাল হোক করতেই হবে। নির্বাচন কমিশনের সমালোচনা করে ঢাবির সাবেক ভিসি বলেন, তারা তো অনেক সিনিয়র ব্যক্তি। তাদের তো চাওয়া-পাওয়ার কিছু নেই। কিন্তু সরকারের প্রতি দাশ মনোবৃত্তি কেন তাদের? নিরপেক্ষতা পালন করা তো তাদের কর্তব্য। আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে স্মরণসভায় কল্যাণ পার্টির  চেয়ারম্যান মেজর জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীরপ্রতীক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *