চায়ের দোকানে ‘ক্রিকেট জুয়া’

Slider ফুলজান বিবির বাংলা


রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার বিভিন্ন চায়ের দোকানে, দোকানে, ক্রিকেট জুয়া কেরাম বোর্ড, ও লুডু দিয়ে জমজমাট জুয়ার আসর বসানোর অভিযোগ পাওয়া গেছে। এতে করে একদিকে যুব সমাজ বিপথে যাচ্ছে অন্যদিকে চুরি, ছিনতাইসহ বাড়ছে অসামাজিক অপরাধ। এ সবে যোগ দিচ্ছে, মাছ ব্যবসায়ী, গার্মেন্টস শ্রমিক, দৈনিক হাজিরা শ্রমিক সহ, স্কুল কলেজের শিক্ষার্থীর পাশাপাশি যুবকরা। তাদের এই সরলতার সুযোগে চায়ের দোকানের ব্যবসায়ীরা প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার জৈনা বাজার এলাকায়। মাছ বাজার, বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় কেরাম বোর্ড,লুডু, ক্রিকেট জুয়া দিয়ে এক শ্রেণীর লোক জুয়া খেলছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, খেলা প্রতি চায়ের দোকানদাররা ১শ থেকে ২শ টাকা পেয়ে থাকে।

জৈনা বাজারের মধ্যে বাদল মিয়ার চায়ের দোকানে প্রকাশ্যেই চলছে জুয়া। ক্রিকেট খেলা কেন্দ্র করে বসেছে এই জোয়ার হাট, এলাকার সচেতন ব্যক্তি একাধিকবার নিষেধ করা সত্ত্বেও জৈনাবাজারের মধ্যে কয়েকটি চায়ের দোকানে ক্রিকেট খেলা হলেই বসে এরকম জোয়ার আসর।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বাংলাদেশ সমাচার পত্রিকাকে বলেন, চায়ের দোকানে ক্রিকেট খেলা কেন্দ্র করে জুয়া খেলা হয়, বিষয়টি আমার জানা ছিল না, আজকে থেকে বিষয়টি নজরদারিতে থাকবে মোবাইল টিমের মাধ্যমে, যারা চায়ের দোকানে মোবাইল ফোনে ও টিভি স্ক্রিনে, জুয়া খেলা পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *