উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে তার বাসভবন ফিরোজাসহ পুরো গুলশান এলাকা দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় কমিটির অনেক নেতা বাসভবনে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে গুলশানের বাসা ফিরোজার সামনে নেতাকর্মীদের উপস্থিতির কারণে এক ধরনের বিশৃঙ্খলা দেখা যায়।
বিএনপি নেতারা বলছেন, শুধু ফিরোজার সামনে নয়। গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুই পাশে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। প্রিয় নেত্রীকে এক নজরে দেখতে ও বিদায় জানাতে নেতাকর্মীরা বিকেল থেকে বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের সড়কে অবস্থান না নিয়ে শৃঙ্খলভাবে ফুটপাতে অবস্থান নেওয়ার নির্দেশনা দেন। যদিও সেই নির্দেশনা নেতাকর্মীদের মানতে দেখা যায়নি।
এদিকে দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন। তার বিদেশযাত্রাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে ফিরোজার সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যে পৌঁছে ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি হবেন খালেদা জিয়া।
এর আগে ২০১৭ সালে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। কয়েক মাস অবস্থান করে ওই বছরের অক্টোবরে তিনি দেশে ফেরেন।
বিমানবন্দরে বিএনপির সিনিয়র নেতারা
বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতারা খালেদা জিয়াকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘চিকিৎসকরা যখন থেকে ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বলেছিল, তখন যদি ম্যাডাম যেতে পারতেন, তাহলে আরও সহজ হতো চিকিৎসা। আমরা সবাইসহ দেশবাসী দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন। তার চিকিৎসা যেন সফল হয়।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, লন্ডন যাত্রার আগে বিমানবন্দরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় শুভেচ্ছা জানাবেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদ্রোগ, কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।