রাজশাহী নগরীতে এক আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর এলাকায় প্যারামেডিকেল রোডে এ ঘটনা ঘটে।
নিহত আসলাম হোসেন (৫০) রাজশাহী সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী ওয়াসার কর্মচারী ছিলেন।
এ ঘটনায় নিহতের খালাতো ভাই জাহিদকে আটক করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি মাহমুদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক সপ্তাহ আগের বাকবিতণ্ডার জের ধরে মঙ্গলবার বিকালে জাহিদ কৌশলে আসলামকে লক্ষ্মীপুর এলাকায় ডেকে নিয়ে ভাগ্নে পাভেলকে সঙ্গে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।
“আসলামের পিঠে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।”
তবে জাহিদ তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, পাভেলের সঙ্গে তার জমিজমা ও টাকা-পয়সা নিয়ে বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার আসলামকে সঙ্গে নিয়ে তিনি পাভেলের কাছে যান।
“এসময় পাভেল হাতুড়ি নিয়ে আমার উপর চড়াও হয়। তখন আসলাম বাধা দিতে গেলে তার পিঠে ও মাথায় আঘাত করে পাভেল।”
লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।