ইবিতে অনার্স ভর্তি পরীক্ষা শুরু ১৫ই নভেম্বর  

Slider শিক্ষা

97537_Untitled-1

 

 

 

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ই নভেম্বর। এবছর নতুন তিনটি বিভাগের ২৩০টি আসনসহ ১৬৯৫টি আসনের বিপরীতে ৬৪ হাজার ৭৮০টি আবেদন ফরম জমা পড়েছে। ফলে ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৩৯ জন ভর্তিচ্ছুক ভর্তি যুদ্ধে অংশ নিবেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এ বছর বিশ্ব^বিদ্যালয়ের ৮টি ইউনিটে মোট ১ হাজার ৬৯৫টি আসনের বিপরীতে এই ভর্তি কার্যক্রম চলবে। জানা গেছে, ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ হাজার ১৫৯ জন। ‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়বে ৯ জন শিক্ষার্থী। কলা অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৪ হাজার ২৮০ জন । ‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নিবে ৪৫ জন । কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত “সি” ইউনিটে ২২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১২ হাজার ৯৬৬ জন। “সি” ইউনিটে প্রতি আসনে লড়বে ৫৮ জন। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত “ডি” ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪ হাজার ৪৯৪ জন। প্রতি আসনে লড়বে ৬৬ জন। “ই” ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে আবেদন করেছেনন ৯ হাজার ২০৫ জন। “ই” ইউনিটে প্রতি আসনে সর্বোচ্চ সংখ্যক ৬৯ জন  ভর্তি পরীক্ষায় অংশ নিবেন। ফলিত বিজ্ঞান অনুষদভূক্ত “এফ” ইউনিটে ১০০ আসনের বিপরীতে ২০১০ জন আবেদন করেছেন। এফ ইউনিটে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিবেন ২১ জন এবং ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত “জি” ইউনিটে ৩০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯ হাজার ৬৬১ জন। ‘জি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৩ জন শিক্ষার্থী। আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটে ১৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ৫ হাজার ৬০১ জন ভর্তিচ্ছুক। এইচ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিবেন ৪০ জন শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *