মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি :বগুড়া জেলার “শেরপুরে” দোকান ও গ্যারেজে আগুন লেগে চারটি ব্যাটারিচালিত ইজিবাইকসহ দোকানের সব মালপত্র পুড়ে ছাই। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।বৃহস্পতিবার, ৩১ অক্টোবর২৪,বেলা(১.৩৫pm)টার দিকে মহিপুর বাড়ইপাড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপাশে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১টার দিকে সাইফুল ইসলাম গ্যারেজ ও দোকান বন্ধ করে দুপুরের খাবারের জন্য বাড়িতে যান। এর কিছুক্ষণ পর বিকট শব্দ হয়ে গ্যারেজের ভিতরে আগুন লাগে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।সাইফুল ইসলাম জানান, তার দোকানে টায়ার, ব্যাটারিচালিত ইজিবাইকের চার্জার, সিট কভারসহ যাবতীয় যন্ত্রাংশ বিক্রি হতো। গ্যারেজের মধ্যে চারটি ব্যাটারিচালিত ইজিবাইক ছিল। এতে করে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক বখতিয়ার উদ্দিন বলেন, আগুনে দোকানের মালামাল ও গ্যারেজে থাকা চারটি ব্যাটারিচালিত ইজিবাইক পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি