জনগণ গণতন্ত্রের অপব্যাখ্যা সর্ম্পকে জানে: ড. কামাল

Slider রাজনীতি


ঢাকা: জনগণ গণতন্ত্রের অপব্যাখ্যা সর্ম্পকে জানে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার বিকেলে আরামবাগস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গণফোরামের কর্মীসভায় রাজনৈতিসহ দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মানুষ চাচ্ছে কার্যকর নেতৃত্ব। জনগণ গণতন্ত্রের অপব্যাখ্যা সর্ম্পকে জানে। গণতন্ত্রের নামে কী হচ্ছে জনগণ বোঝে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসুন স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে জনগণকে দেশের মালিক হিসাবে প্রতিষ্ঠিত করি। জনগণ ক্ষমতার মালিক এটা মুখের কথা নয়। সংবিধানেই লেখা আছে।

কর্মীসভায় সভায় ঢাকা মহানগর দক্ষিণ গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দলের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, কেন্দ্রীয় নেতা মোক্কাবির খান, মেজর জেনারেল (অব.) আমসা আ আমিন, অ্যাডভোকেট মহসিন রশিদ, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, এম. শফিউর রহমান খান বাচ্চু, ফরিদা ইয়াছমীন, মাহমুদ উল্লাহ মধু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *