গাজীপুর: জেলার কালিয়াকৈরের সুত্রাপুর এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত ও আহত হয়েছেন ৬ জন।
পুলিশ জানায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সুত্রাপুর এলাকায় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগামী যাত্রী্বাহী বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবোঝাই লেগুনাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঐ লেগুনার চালকসহ মারা যান চার লেগুনা যাত্রী। এসময় আহত হন ৭ যাত্রী। আহতদেরকে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অপর এক যাত্রী মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।