তানোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নারী ও শিশু সারাদেশ

তানোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ


রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউপির দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে যৌনহয়রানির অভিযোগ উঠেছে। গতকাল রোববার এলাকার অভিভাবকগণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রধান শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে ও অবগতির জন্য শিক্ষা মন্ত্রণালয়, রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রেরণ করেছেন। প্রধান শিক্ষক দীর্ঘদিন ঘটনা ধামাচাঁপা দিয়ে রেখেও শেষ রক্ষা করতে পারেনি। স¤প্রতি এ খবর ফাঁস হয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। অভিভাবক ও সচেতন মহলে চরম অসন্তোষ বিরাজ করছে। ইতিপূর্বে প্রধান শিক্ষক তার স্ত্রীর কান কামড়ে দিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। কিšত্ত সেই রেশ না কাটতেই এবার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীকে যৌনহয়রানি ও কুপ্রস্তাব দেয়ায় আবারো তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কিšত্ত তিনি স্থানীয় ইউপি যুবলীগের সভপাতি হওয়ায় বার বার বিভিন্ন অপকর্ম করেও পার পেয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের এক সহকারী শিক্ষক জানান, প্রধান শিক্ষক রবিউল ইসলাম ৯ম শ্রেণীর এক (ছাত্রী) শিক্ষার্থীকে অশ্লীল অঙ্গভঙ্গী ও নানা অজুহাতে গায়ে হাত দিয়ে যৌনহয়রানি ও পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেয়ার কথা বলে কুপ্রস্তাব দেয়। মান সম্মান ও সামাজিকতার কারণে ওই শিক্ষার্থী এতোদিন বিষয়টি কাউকে জানায়নি। ফলে বিষয়টি দীর্ঘদিন গোপণ থাকলেও স¤প্রতি ওই শিক্ষার্থীর এক সহপাঠী ঘটনাটি তার পরিবারকে জানালে এতোদিন পর তা প্রকাশ হয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয় যুবলীগ নেতা মুঞ্জুর রহমান, আব্দুল হালিম ও মোস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, ইতিপূর্বে প্রধান শিক্ষক রবিউল ইসলাম শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে ডোনেশানের নামে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে টিআর-কাবিখা প্রকল্পের চাল আতœসাৎ ও রাস্তার গাছ চুরির অভিযোগ রয়েছে। এলাকার অভিভাবক ও সচেতন মহল প্রধান শিক্ষক রবিউল ইসলামের অপসারণ দাবী করে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে প্রধান শিক্ষকের ভাই ও দুবইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী সাইফুল ইসলাম বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন, তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা এসব অপপ্রচার করছে। এ ব্যাপারে দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল তার বিরুদ্ধে এসব অপপ্রচার করে তাকে সমাজে হেয়প্রতিপন্ন করতে এসব করছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *