সিম পুনঃনিবন্ধনে ছয়মাস সময়সীমা নির্ধারণ অ্যামটবের

Slider জাতীয়

SIM_card_pic_797183427

ঢাকা: মোবাইল সিমকার্ড পুনঃনিবন্ধনের জন্য প্রাথমিকভাবে ছয়মাসের সময়সীমা নির্ধারণ করেছে দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সংগঠন এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। এই সময়সীমা শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর থেকে। তবে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করবে সরকার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে অ্যামটবের অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যামটবের মহাসচিব টিআইএম নুরুল কবীর সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, সবগুলো সিম পুনঃনিবন্ধনের জন্য আমাদের সব সম্পদ কাজে লাগাবো। শেষ পর্যায় পর্যন্ত তথ্য পাওয়া না গেলে সিমগুলো বন্ধ হয়ে যাবে। তবে পরবর্তীতে আবার তথ্য দিয়ে এগুলো চালু করা যাবে। গ্রাহকদের এ ব্যাপারে ভয়েস মেসেজ ও টেক্সট মেসেজ পাঠানো হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে দেশের সব মোবাইল ফোন অপারেটর কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *