টঙ্গীতে সাহেব পরিচয়ে অটোরিকশা ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

Slider গ্রাম বাংলা
Exif_JPEG_420

আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর: সাহেব পরিচয়ে অটোরিকশা ভাড়া নিয়ে কৌশলে ছিনতাই চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১ টায় টঙ্গী পূর্ব থানার হলরুমে এক সংবাদ সন্মেলনে জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মো: ইব্রাহীম খান এ তথ্য জানান।

সম্মেলনে বলা হয়, সাহেব পরিচয়ে যাত্রীবেশী অটোরিকশা ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ জুলাই টঙ্গীর মাছিমপুর এলাকা থেকে সাহেব পরিচয়ে দুই ব্যক্তি জনৈক আফজাল হোসেনের অটোরিকশা ভাড়া নিয়ে কৌশলে ছিনতাই করে। এ বিষয়ে অভিযোগ পেয়ে টঙ্গী পূর্ব থানায় ওসি মুস্তাফিজুর রহমান একই থানার উপপরিদর্শক( এসআই) জাবেদ কে দায়িত্ব দেন। এস আই জাবেদ টঙ্গী, গাছা ও কাশিমপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ
অটোরিকশা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী জেলার সুধারাম থানার আন্তারচর গ্রামের শাহ আলমের ছেলে মো: জহির(২৭), লালমনির হাট সদর থানার সাকুয়া খুচরা বাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আ: জলিল(৪০), টাঙ্গাইলের ধনবাড়ি থানার বোন্দুয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে নাসির উদ্দিন(২৫), বরিশাল জেলার বাবুগঞ্জ থানার পূর্ব দেহেরগতি গ্রামের আ: মান্নানের ছেলে হুমায়ুন কবির(৪৭), ঢাকা জোলার তুরাগ থানার ভাটুলিয়া গ্রামের এরশাদ হোসেনের ছেলে মো: সুমন(৪০), কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার নোয়ারচর গ্রামের বাদশা মিয়ার ছেলে শাহ জামাল(৪৫), চাঁদপুর জোলার হাইমচর থানার চর ভৈরবী গ্রামের জহিরুল ইসলামের ছেলে খোরশেদ আলম(২৮) ও গাজীপুর মহানগরের বাসন থানার ইসলামপুর গ্রামের সদর আলীর ছেলে মিজানুর রহমান (৩৮)। তারা টঙ্গীর বিভিন্ন এলাকায় ভাড়ায় থেকে অটোরিকশা চুরি করত বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *