মেডিকেল ভর্তি পরীক্ষায় পাসের হার ৫৮.৪%

Slider শিক্ষা

93500_Untitled-2

 

 

 

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল আজ দুপুরে প্রকাশ করা হয়েছে। ওই পরীক্ষায় ৫৮ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আসন সংখ্যার হিসেবে শেষ পর্যন্ত তাদের মধ্যে চিকিৎসা শাস্ত্রে লেখাপড়ার সুযোগ পাবেন ১১ হাজার ৪৯ জন। আজ দুপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ ফলাফল প্রকাশ করেন। ১০০ নম্বরের এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৯৪ দশমিক ৭৫। দেশে সরকারি মেডিকেল কলেজ ৩০টি, ডেন্টাল কলেজের সংখ্যা নয়টি। এর বিপরীতে বেসরকারি  মেডিকেল কলেজের সংখ্যা ৬৫টি ও ডেন্টাল কলেজের সংখ্যা ৩৩টি। আর বেসরকারি মেডিকেল ও ডেন্টালে সাত হাজার ৩৫৫টি আসনের বিপরীতে সরকারি মেডিকেলের আসন সংখ্যা তিন হাজার ৬৯৪টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *