২৪সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা

Slider

moon

রিয়াদঃ রোববার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে তাই আগামী ২৩সেপ্টেম্বর (মঙ্গলবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা।

রোববার (১৩সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটি সুপ্রিম কোর্ট রাজকীয় এক ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য কোরআন এবং হাদিসের ভাষ্যমতে, আল্লাহ রাব্বুল আলামীন নবী ইব্রাহীম(আঃ)কে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানী করার নির্দেশ দেন। এই আদেশ অনুযায়ী ইব্রাহিম (আঃ) তার প্রিয় পুত্র ইসমাইল(আঃ)কে কুরবানি করার জন্য প্রস্তুত হলে আল্লাহ্‌ তায়ালা তাকে তা করতে বাধা দেন এবং পুত্রের পরিবর্তে পশু কুরবানীর নির্দেশ দেন।

এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মালম্বীরা প্রতি বছর এই দিবসটি পালন করে।

হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ মাসের ১০তারিখ থেকে শুরু করে ১২তারিখ পর্যন্ত ৩ দিন ধরে ঈদুল আজহা চলে। হিজরী চন্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে ২ মাস ১০ দিন ব্যবধান থাকে। দিনের হিসেবে যা সবোর্চ্চ ৭০ দিন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *