সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। গত রাত ১১টার দিকে নগরীর বালুচর এলাকায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও নগর ছাত্রলীগের নেতা সায়েফ আহমদের অনুসারী নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বালুচর এলাকার আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই নিপু ও সায়েফের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দুই পক্ষের কর্মীদের মধ্যে গোলাগুলি ও বোমাবাজি হয়। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ছাত্রলীগ কর্মী মুহিন, আরাফাত ও মঈনুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।