শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীর তিনদিনের কারাদণ্ড

গ্রাম বাংলা

রমজান আলী রুবেল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি.গাজীপুরের শ্রীপুরে ভোটকক্ষে অনাধিকার প্রবেশ করে জোরপূর্বক ভোট প্রয়োগের অপরাধে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীকের এক কর্মীকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ ২১ মে মঙ্গলবার সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ওই ঘটনা ঘটে।

কারাদণ্ডপ্রাপ্ত হলেন, উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা পূর্বপাড়া গ্রামের মো. ফাইজুদ্দিনের ছেলে মো. কামাল খান (৫০)। তিনি রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

গোসিঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মো. মোজাম্মেল হক শেখ বলেন, চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীকের এককর্মী গোসিঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক ভোট প্রয়োগের অপরাধে কামাল খান নামে একজনকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইমাম রাজি টুলু জানান, চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীকের এককর্মী ভোটকেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক ভোট দেয়ার চেষ্টার অপরাধে কামাল খান নামে একজনকে তিনদিনের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *