শ্রীপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ড

Slider গ্রাম বাংলা

Confidence

 

 

 

 

 

 

 

 

রাতুল মন্ডল, স্টাফ রিপোর্টার শ্রীপুর: উপজেলা ধুনয়া গ্রামে কনফিডেন্স নিটওয়্যার লি: নামক এক পোশাক কারখানায়  রবিবার দুপুর ২টা ১৫মিনিটের সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানাযায়, কনফিডেন্স নিটওয়্যার লি: এর ডেলিলেবাররা সকাল বেলায় এসে কর্মস্থলে যোগদান করেন। আনুমানিক দুপুর ২টা সময় হঠাৎ কারখানার র্নিমানাধীন ভবনের ৫ম তলার সিড়িঁ থেকে আগুনের ধূয়া ও লোকজনের চিৎকার আসছিলো, এর কিছুক্ষণ পরে অগ্নিকান্ড পোরা ফ্লোরে ছরিয়ে পরার সময় শ্রমিকরা তারাহুরু করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়। অগ্নিদগ্ধ কয়েকজনকে কম্পানির নিজস্ব পরিবহন যোগে নিয়ে যায়।

কনফিডেন্স নিটওয়্যার লি: এর এজিএম(এ্যাডমিন) মজিবুর রহমান সাংবাদিকদের জানান, প্রতিদিনের ন্যায় সকল ডেলিলেবার কাজ শুরু করে কাজের এক পর্যায়ে সেনিটারী পাইব নিজতলা থেকে ডেলিলেবারা ছাদে নিয়ে যাওয়ার সময় ৫ম তলা পর্যন্ত নিয়ে যায় , ভবনের পাশ দিয়ে ১২হাজার ভোল্ড এর বৈদ্যুতিক লাইনের সাথে সেনেটারী পাইব এর সংর্ঘষের ফলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ডেলিলেবার দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়। তারা হলেন, নেত্রকোণা জেলার সদর উপজেলার রেলওয়েপাড়ার সুজাত ফকিরের ছেলে রুক্কু মিয়া(২৮), ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সাধুয়া গ্রামের ওলিউল্লাহ্ এর ছেলে শাহদাত হোসেন(২৮) দগ্ধ হয়। তাদেরকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জান জানান, সাংবাদিকদের কনফিডেন্স নিটওয়্যার লি: এর অগ্নিকান্ডের পর ঘটনাস্থলে সাংবাদিকরা ছবি ও তথ্য সংগ্রহ করতে কারখানার ভেতরে প্রবেশ করতে না দেওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরির্দশন করে শ্রীপুর মডেল থানার সেকেন্ড অফিসার হেলাল উদ্দিন জানান, প্রাথমিক ভাবে অগ্নিদগ্ধ দুইজনের তথ্য পাওয়া গেছে। লাশ ঘুমের ঘটানার গুনজন উঠেছে তবে বিষয়টি আমরা খতিয়ে দেখবো এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাতুল মন্ডল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
০১৭২১-৭০০১৩৫
০৬.০৯.১৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *