বগুড়ায় সাহিত্য উৎসব অনুষ্ঠিত

সাহিত্য ও সাংস্কৃতি

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : নবীন-প্রবীণ নিয়ে জমজমাটভাবে বগুড়া সাহিত্য উৎসব অনুষ্ঠিত হ‌লো বগুড়ায়। শুক্রবার ১৭ মে সকাল ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন তৌফিক হাসান ময়না। প্রধান অতিথির বক্তব‌্য রা‌খেন বাংলা কবিতার সত্তর দশ‌কের অন্যতম কবি ও সাহিত্যের কাগজ ‘অরণি’ সম্পাদক প্রকাশক কবি মাহমুদ কামাল। বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন ক‌বি মুহম্মদ শহীদুল্লাহ,কলা‌মিস্ট মন‌তেজার রহমান মন্টু, সংশপ্তক থি‌য়েটারের সভাপ‌তি আব্দুল্লাহেল কাফী তারা। সভাপ‌তিত্ব ক‌রেন ক‌বি মীর আবদুর রাজজাক। স্বাগত বক্তব‌্য রা‌খেন পাঠকপণ‌্য পাঠশালার সাধারণ সম্পাদক ক‌বি জয়ন্ত দেব। বক্তব‌্য রা‌খেন শব্দকথন সম্পাদক এইচ আ‌লিম, প্রকাশ শৈলী প‌রিচালক লুবনা জাহান, কুঁ‌ড়ি সম্পাদক আব্দুল খা‌লেক। উদ্বোধন অনুষ্ঠা‌নের পর লিটলম‌্যাগই সা‌হিত‌্যচর্চার আঁতুর ঘর বিষ‌য়ে সে‌মিনা‌রে আ‌লোচক হি‌সে‌বে সভাপতির বক্তব‌্য রা‌খেন কবি মাসুদুল হক, আলোচক ছিলেন এ‌্যালবাম সম্পাদক মনজু রহমান, ক‌বি শিবলী মোকতা‌দির, ক‌বি ও সম্পাদক অ‌চিন্ত‌্য চয়ন, ক‌বি মাহফুজ মুজা‌হিদ, ক‌বি ও সম্পাদক রবু শেঠ। অনুষ্ঠানে স্ব‌রিত ক‌বিতা পাঠ ক‌রেন নওগাঁ, রংপুর, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঢাকা, বগুড়া, পাবনা, না‌টোর, জয়পুরহাট, টাঙ্গাইল, রাজশাহী দেশের বিভিন্ন জেলার অর্ধশতাধিক কবিগণ। বগুড়া সাহিত্য উৎসব এর আয়োজক ছি‌লেন বগুড়ার অন্যতম চারটি সাহিত্য সংগঠন পাঠকপণ্য পাঠশালা, শব্দকথন, প্রকাশ শৈলী ও শিশুদের প্রত্রিকা কুঁড়ি।বিকালে সমাপনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন শিক্ষা‌বিদ প্রফেসর সামস উল আলম জয়। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন ক‌বি রাহমান ওয়া‌হিদ, ক‌বি রাববানী সরকার, দৈ‌নিক উত্ত‌রের দর্পণ প‌ত্রিকার সম্পাদক আব্দুস সালাম বাবু। সা‌হিত্যে অবদান রাখায় ক‌বি মীর আব্দুর রাজ্জাক‌কে সম্মাননা প্রদান করা হয়। এতে সভাপ‌তিত্ব ক‌রেন ক‌বি জয়ন্ত দেব।অনুষ্ঠা‌নে বক্তারা ব‌লেন আগামী প্রজন্ম‌কে মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় সা‌হিত‌্যমু‌খি ক‌রে তুল‌তে হ‌বে। তরুণ‌দের মা‌ঝে সা‌হিত‌্য চেতনা কে ছ‌ড়ি‌য়ে দি‌য়ে এই অঞ্চ‌লের সা‌হিত‌্যকে সমৃদ্ধ কর‌তে হ‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *