বগুড়া জেলার “নন্দীগ্রামে” আলুর বাম্পার ফলন ও দামে চাষীর মুখে খুশির ঝিলিক

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি:- বগুড়ার নন্দীগ্রামে আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলন ও আলুর বাজার মূল্য ভালো থাকায় নন্দীগ্রামের আলু চাষীদের মুখে হাসি ফুঁটে উঠেছে দেখা দিয়েছে খুশির ঝিলিক। জমিতেই চড়া দাম পেয়ে খুশি তারা। গত বছরের লোকসান পুষিয়ে নিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন এই উপজেলার আলু চাষীরা। সরেজমিনে দেখা গেছে, নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন আলু চাষীরা। অন্যদিকে সকাল থেকেই আলুর বস্তা প্যাকেট করে জমি থেকে সারিবদ্ধভাবে দুই চাকার সাইকেল দিয়ে রাস্তার ধারে বস্তার সাড়িবদ্ধ করতে ব্যস্ত সময় কাটাচ্ছে একদল শ্রমিকরা। অল্প পরিশ্রমে বেশি টাকা পাওয়ায় উপজেলার অনেক শ্রমিক ঝুকছে মৌসুমী এ পেশায়। আলুর দাম ও আলুর বেশ চাহিদা থাকায় ক্রেতারা আলু চাষীদের নিকট গিয়ে জমি থেকে আলু ক্রয় করছেন ২২ থেকে ২৩ টাকা কেজি দরে। আলুর ফলন ভাল এবং দাম বেশি হওয়ায় এবার একটু বেশিই লাভের মুখ দেখছেন নন্দীগ্রাম উপজেলার আলু চাষীরা। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এবার উপজেলায় ৩ হাজার ৩০৭ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কৃষক আব্দুল আলিম জানান, আবহাওয়া অনুকূলে থাকায় অন্য বছরের তুলনায় এবার আলুর ফলন ভালো হয়েছে। তা ছাড়া শুরু থেকেই বাজারে পাকরি, রোমানা, হাগরাই, ডায়মন্ড, কার্ডিনাল, এস্টোরিক্স জাতের আলুর দামও বেশ ভালো রয়েছে। ১নং বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের কৃষক জয়নাল আবেদীন বলেন, বিঘাপ্রতি জমিতে বীজ, শ্রমিক, সার, ওষুধ, সেচসহ আলু তুলতে আমার প্রতি বিঘায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। আর বিঘাপ্রতি ফলন হয়েছে ৯০ থেকে ১শ মণ। বাজারে প্রতি মণ বিক্রি হচ্ছে সাড়ে ১১শ টাকা থেকে ১২শ টাকা দরে। এতে আমার বিঘা প্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভ হচ্ছে। উক্ত ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, শীতের কারণে আলু চাষে কৃষকরা শঙ্কিত থাকলেও তাদের কৃষি বিভাগ থেকে পরিমিত পরিমাণে ওষুধ স্প্রে করতে বলা সহ আলু চাষীদের সকল ধরনের পরামর্শ প্রদান করা হয়েছে এতে করে আলুর খেত ভালো ছিল। গত বছরের তুলনায় চলতি বছরে আলুর চাষ বেশি হয়েছে। এ ছাড়া এবারে আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে এবং আলুর বাজার মূল্য ভালো রয়েছে। হাট বাজারে আলু ক্রয় করতে আসা আলু ব্যবসায়ী রুবেল জানান, বর্তমানে আলুর জাত অনুযায়ী ১১শ থেকে ১২শ টাকা দামে কেনাবেচা হচ্ছে। কৃষকরা মোটামুটি ভালো দাম পাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, উপজেলায় এবার ৩ হাজার ৩০৭ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে এখানো মোট আলু উৎপাদন হয়েছে প্রায় ৮৬ হাজার ৫১৪ মেট্রিকটন। গত বছরের তুলনায় আলুর উৎপাদন ভালো হয়েছে আবহাওয়া অনুকুলে থাকায় এবং আলুর বাজার মূল্য ভালো থাকায় এবার এই উপজেলার কৃষকরা অনেক লাভবান হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *